ঢাকামঙ্গলবার, ১৩ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

বাণিজ্যিক কারণে মাগুরায় বাড়ছে ড্রাগন ফল চাষ (ভিডিও)

আরটিভি অনলাইন রিপোর্ট

শনিবার, ০৮ জুলাই ২০১৭ , ১২:৪৬ পিএম


loading/img

প্রথমদিকে ড্রাগন ফল চাষে এতটা আগ্রহ দেখা যায়নি মাগুরার চাষিদের মধ্যে। তবে বাণিজ্যিকভাবে এর গুরুত্ব বাড়ার কারণে দিন দিন এখানকার চাষিদের মধ্যে বেড়েই চলেছে ড্রাগন ফলের চাষ। স্থানীয়ভাবে এ বছর ৩০টি প্লটে ড্রাগন ফলের চাষ হয়েছে।

বিজ্ঞাপন

ভালো ফলন হওয়ায় এরইমধ্যে কিছু বাগান থেকে আশানুরূপ মুনাফা পেতে শুরু করেছেন ড্রাগন ফল চাষিরা।

গেলো তিন বছর ধরে মাগুরার সাইত্রিশ, কুকিলা, সাজিয়াড়া, ইছাখাদাসহ বিভিন্ন এলাকার বেশ ক’টি বাগানে ব্যাপক হারে চাষ হচ্ছে ড্রাগন ফল।

বিজ্ঞাপন

অন্যান্য ফলের তুলনায় ড্রাগন চাষে খরচ কম এবং সহজেই অধিক পরিমাণে উৎপাদন করা যায়। তাই মাগুরার চাষিদের অনেকেই ড্রাগন ফল চাষে আগ্রহী হয়ে উঠেছেন।

২০১৫ সাল থেকে মাগুরায় বানিজ্যিকভাবে ড্রাগন ফলের চাষ শুরু হয়। পরের বছর থেকেই আর্থিকভাবে লাভবান হতে থাকেন চাষিরা।

জেলা উদ্যানতত্ব বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, ড্রাগন ফল রপ্তানির ব্যাপক সম্ভাবনা রয়েছে। এরইমধ্যে আর্থিকভাবে লাভবান হওয়ায় মাগুরার চাষিরা ড্রাগন ফল চাষ করতে আগ্রহী হয়ে উঠছে।

বিজ্ঞাপন

এক্ষেত্রে চাষিদেরকে আগ্রহী করতে সব ধরনের সহযোগিতা দেয়া হচ্ছে বলেও জেলা উদ্যানতত্ব বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে।

 

কে/এমকে 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |